করোনা ঝুঁকি এড়াতে বেশ কিছু রাইডার্স ও ড্রাইভারদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ফোন ভিত্তিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। বলা হচ্ছে, যারা করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বা আক্রান্তদের সংস্পর্শে গেছেন তাদের উবার অ্যাকাউন্ট স্থগিত করে দেবে উবার।
আজ বুধবার আন্তজার্তিক গণমাধ্যম সিএনএন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে উবার এই বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। তবে শনিবারে উবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, আমরা কোভিড-১৯ আক্রান্ত বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের নিদের্শনায় কোয়ারেন্টাইনে থাকা চালক ও ডেলিভারিম্যানদের সহযোগিতা করছি। এমন পরিস্থিতি পড়লে তারা ১৪ দিন পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।
এই প্রতিবেদন প্রকাশের পর ধারণা করা হচ্ছে, উবারের যেসব চালকরা করোনাতে আক্রান্ত বা যাদের করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হতে পারে।