বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাব থেকে বাদ পড়েনি প্রযুক্তি শিল্প। বিভিন্ন দেশে প্রযুক্তি কর্মীদের বাড়িতে থেকে কাজ করা ও বিদেশ ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্টগুলো। সম্প্রতি সংক্রমণ ছড়ানো রোধে দক্ষিণ কোরিয়া থেকে স্যামসাং ও অ্যাপলের ডিসপ্লে সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং ডিসপ্লের প্রায় ৭০০ প্রকৌশলীর ভিয়েতনাম সফরের সময় বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে বা পর্যবেক্ষণ কেন্দ্রে রাখার পদক্ষেপ নেয় ভিয়েতনাম সরকার। তবে চলতি বছরের স্মার্টফোন উৎপাদন সরবরাহ সচল রাখতে প্রকৌশলীদের প্রায় অর্ধমাসের পর্যবেক্ষণে পাঠাতে চায় না স্যামসাং। এ বিষয়ে প্রকৌশলীদের পৃথকভাবে কোয়ারান্টাইনে না পাঠানোর জন্য ভিয়েতনাম সরকারের কাছে অনুরোধ জানিয়েছে স্যামসাং ডিসপ্লে। খবর রয়টার্স।
করোনাভাইরাসের উত্পত্তি প্রথম চীনে হলেও আশপাশের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। চীনের বাইরে সবচেয়ে বেশি যে দেশগুলোয় সংক্রমণ ছড়িয়েছে, তার একটি হলো দক্ষিণ কোরিয়া। তাই ভিয়েতনাম সরকার দেশটির জনগণকে ভাইরাসটি থেকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নিয়েছে। তবে এ পদক্ষেপ স্যামসাংয়ের ডিসপ্লে উৎপাদনে প্রভাব ফেলবে বলে মনে করছে স্যামসাং কর্তৃপক্ষ।
ভিয়েতনামে বড় বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং অন্যতম। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ভিয়েতনামে স্মার্টফোনের জন্য ওএলইডি ডিসপ্লে উৎপাদনের একটি বৃহৎ কারখানা রয়েছে। এখানে উৎপাদিত পর্দা স্যামসাং ইলেকট্রনিকস, অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয়।
স্যামসাং ডিসপ্লের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, বাড়তি গ্রাহক চাহিদা অনুযায়ী ডিসপ্লে উৎপাদনে তারা প্রত্যেক বছর এ সময় কোরিয়া থেকে প্রকৌশলী পাঠায় ভিয়েতনামে। এতে বছরের শেষার্ধে উন্মোচনের জন্য নির্ধারিত নতুন পণ্য তৈরি করার বিষয়ে প্রস্তুতি নিতে পারে তারা। তাই এ সময় উৎপাদন কাজে ব্যাঘাত ঘটলে স্মার্টফোন শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।
স্যামসাং ডিসপ্লের স্যামসাং ইলেকট্রনিকস ইউনিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে সফরকারী প্রকৌশলীরা যদি তাদের স্বাস্থ্য রিপোর্ট দেখাতে পারে, তাহলে তাদের যেন পর্যবেক্ষণে পাঠানো না হয়। এ বিষয় নিয়ে ভিয়েতনাম সরকারের সঙ্গে আলোচনা করছে স্যামসাং। তবে বিষয়টি খুবই সংবেদনশীল। ভিয়েতনাম সফরের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা প্রতিষ্ঠানটির পরিকল্পনায় বাধা হতে পারে বলেও মনে করেন ওই মুখপাত্র।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম রফতানি বাজার এবং কোরিয়ায় আমদানির পঞ্চম বৃহত্তম উত্স। দেশটির এক-চতুর্থাংশ রফতানি আসে স্যামসাংয়ের কাছ থেকে। এছাড়া বিশ্বব্যাপী স্যামসাংয়ের যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হয়, তার অর্ধেকের বেশি উৎপাদন করা হয় ভিয়েতনামে।