চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিট লাউ ওয়ানপ্লাস ৮ সিরিজের ডিভাইসে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থন আনার পূর্বাভাস দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল সিরিজটির ডিভাইসে ফাইভজি আসছে। খবর এনডিটিভি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে পিট লাউ বলেন, সামনে এগিয়ে চলতে আমরা সবখানে ফাইভজি ব্যবহার করছি। তবে পঞ্চম প্রজন্মের এ নেটওয়ার্ক প্রযুক্তি সমর্থন আনার কারণে স্মার্টফোনের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে সতর্ক করেন তিনি।
ধারণা করা হচ্ছে, ওয়ানপ্লাস ৭টি এবং ওয়ানপ্লাস ৭টি প্রোর তুলনায় ৮ সিরিজের স্মার্টফোনগুলোর দাম বাড়তি রাখা হবে। অন্যান্য ডিভাইস ব্র্যান্ডও ডিভাইসে ফাইভজি সমর্থন আনতে জোর দিচ্ছে। ওয়ানপ্লাসও নিজেদের পরবর্তী সিরিজের ডিভাইসে ফাইভজি নেটওয়ার্ক সমর্থন রাখার বিষয়টি নিশ্চিত করেছে।