নভেল করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে বুধবার বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসবে হোয়াইট হাউস। ইতোধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় এক হাজার এবং বিশ্বজুড়ে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসের।
বার্তাসংস্থা রয়টার্সকে ‘হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৈঠকে ফেসবুক, গুগল, অ্যামাজন, টুইটার, অ্যাপল এবং মাইক্রোসফট ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেবে।
হোয়াইট হাউস জানিয়েছে, সভায় নেতৃত্ব দেবেন মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল ক্র্যাটসিওস। কিছু প্রতিষ্ঠান টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবে বলেও জানানো হয়েছে।
বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এর প্রভাব নিয়ন্ত্রণের পথ বের করতে এয়ারলাইন, আর্থিক এবং স্বাস্থ্য খাতের সদস্যদের সঙ্গেও আলোচনা করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
ইতোমধ্যেই করোনাভাইরাসের বড় প্রভাব পড়েছে শেয়ার বাজারে। মার্কিন অর্থনীতি এবং নাগরিকদের আয়ে এই ভাইরাসের প্রভাব দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার মধ্যস্থতা করেছে হোয়াইট হাউস এবং কংগ্রেস।