গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল ভিভো ভি১৭। এই ফোনের নাম বদলে সম্প্রতি ইন্দোনেশিয়ায় লঞ্চ হল ভিভো ভি১৯। এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাদা ও নীল রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি১৯।
ভিভো ভি১৯ ফোনে থাকছে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চি এফএইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।
ভিভো ভি১৯ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো ভি১৯ ফোনের গ্লোবাল ভেরিয়েন্টে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ভিভো ভি১৯ ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৪৫০০এমএএইচ ব্যাটারি। ভিভো ভি১৯ এর ওজন ১৮৬.৭ গ্রাম।