দেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদে কার্যনির্বাহী এবং শাখা কমিটির নির্বাচনে ‘সমমনা ৭ প্যানেল’ জয় পেয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২০) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নূরুল কবির।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে ‘সমমনা ৭’ নামের প্যানেলের ৫ জন এবং সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামের প্যানেলের ২ জন বিজয়ী হয়েছেন ।
সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পরিচালকরা হলেন; স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন,স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা মোশারফ হোসেন সুমন , মো. শাহিদ-উল-মুনীর, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম মো.জাবেদুর রহমান শাহীন, এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া ।
সংগঠনটির কেন্দ্রীয় এই কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন। এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য ছিলেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী