দেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হচ্ছেন যথাক্রমে মো. শাহিদ-উল-মুনীর এবং মনিরুল ইসলাম। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পদবণ্টন হওয়ার কথা রয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিসিএস সুত্রে জানা গেছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে পদবণ্টন হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই নিজেদের মধ্যে পদবণ্টন চুড়ান্ত হয়েছে। দেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালে সভাপতির দায়িত্ব পালন করবেন মো. শাহিদ-উল-মুনীর এবং মহাসচিব হচ্ছেন মনিরুল ইসলাম।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. জাবেদুর রহমান শাহীন এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. কামরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে মো. মুজাহিদ আলবেরুনি সুজন দায়িত্ব পাচ্ছেন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁঞা।
আগামিকাল ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে পদ বন্টন নির্বাচন অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে সমমনা ৭ প্যানেল। সংগঠনটির কার্যনির্বাহী ৭ পরিচালক পদের মধ্যে ৫টিই পেয়েছে প্যানেলটি। বাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমমনা ৭ প্যানেল হতে জয় পেয়েছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট) , স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট)।
অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল হতে জয় পেয়েছেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট)। সংগঠনটির কেন্দ্রীয় এই কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন।