প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯৮০ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাধারণ ও কন্সটেন্ট কারেন্সিতে বেড়েছে যথাক্রমে ২ এবং ৩ শতাংশ।
ক্লাউড সার্ভিস অ্যান্ড লাইসেন্স সাপোর্টের রাজস্ব দাঁড়িয়েছে ৬৯০ কোটি বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় সাধারণ কারেন্সিতে ৪ শতাংশ এবং কন্সটেন্ট কারেন্সিতে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্লাউড লাইসেন্স এবং অন-প্রিমিস লাইসেন্স রাজস্ব দাঁড়িয়েছে ১২০ কোটি বিলিয়ন মার্কিন ডলারে।
জিএএপি অপারেটিং আয় ৪ শতাংশ বেড়ে ৩৫০ কোটি বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৩৬ শতাংশ। নন-জিএএপি অপারেটিং আয় ২ শতাংশ বেড়ে ৪৪০ কোটি বিলিয়ন মার্কিন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৪ শতাংশ। জিএএপি ও নন-জিএএপি মোট আয় ছিল যথাক্রমে ২৬০ কোটি ও ৩২০ কোটি বিলিয়ন মার্কিন ডলার। প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ৪ শতাংশ ও ১১ শতাংশ করে বেড়ে যথাক্রমে ০.৭৯ ও ০.৯৭ মার্কিন ডলার হয়েছে।
স্বল্পমেয়াদী বিলম্বিত রাজস্ব হয়েছে ৭৮০ কোটি বিলিয়ন মার্কিন ডলার। গত বারো মাসে অপারেটিং অর্থ প্রবাহ ছিল ১৩৯০ কোটি বিলিয়ন মার্কিন ডলার।
ওরাকলের সিইও সাফরা কার্টজ বলেন, ‘মোট রাজস্বে কন্সটেন্ট কারেন্সিতে ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমরা খুব ভালো একটা কোয়ার্টার পার করেছি। ক্লাউড সার্ভিসেস এবং লাইসেন্স সাপোর্ট আয়ের সম্মিলিত সাবস্ক্রিপশন কন্সটেন্ট কারেন্সিতে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ধারাবাহিকভাবে এই ক্রমবর্ধমান এবং পুনঃপুন সাবস্ক্রিপশন আয়ের পরিমাণ এখন মোট কোম্পানির আয়ের ৭১ শতাংশ, যা ক্রমান্বয়ে আমাদের অপারেটিং মার্জিন বৃদ্ধি করেছে এবং তৃতীয় প্রান্তিকে নন-জিএএপি আয় শেয়ার প্রতি দুই অংকে উন্নীত করতে সাহায্য করেছে।’
ওরাকলের চেয়ারম্যান ও সিটিও ল্যারী এলিসন বলেন, ‘ওরাকলের অটোনোম্যাস ডাটাবেজ বিশ্বের একমাত্র তথ্য ব্যবস্থাপনা সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে চলমান অবস্থায় নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে পারে, যা আপনাদের তথ্যকে সুরক্ষিত রাখে। ওরাকলের অটোনোম্যাস ডাটাবেজ একইসাথে সার্ভারলেস এবং স্থিতিস্থাপক। এটিই একমাত্র ডাটাবেজ যা তাৎক্ষণিকভাবে নিজেকে সিপিইউ এবং আইও রিসোর্সেও সন্তোষজনক মাত্রায় পরিমাপ করতে পারে। আপনি শুধু যতটুকু ব্যবহার করবেন ততটুকুর মূল্য পরিশোধ করবেন।’