“বৈশ্বিক করোনাভাইরাস অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত” নিজেদের সব ‘লাইভ ইস্পোর্টস ইভেন্ট’ স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে গেইম নির্মাতা ইলেকট্রনিক আর্টস।
প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের প্রভাব পড়বে সব এপেক্স লিজেন্ড গ্লোবাল সিরিজ, ইএ স্পোর্টস ফিফা ২০ গ্লোবাল সিরিজ, ফিফা অনলাইন ৪ এবং ম্যাডেন এনএফএল ২০ চ্যাম্পিয়নশিপ সিরিজ ম্যাচে। একমাত্র ইএ অনলাইন ইভেন্টগুলোতে এর কোনো প্রভাব পড়বে না।
নিজেদের লাইভ প্রতিযোগিতার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত পুরো ‘অবস্থাটিকে’ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে ইএ। শুধু ইএ নয়, নিজেদের লাইভ ‘ওভারওয়াচ’ ম্যাচ স্থগিত এবং ‘কল অফ ডিউটি’ ম্যাচ শুধু অনলাইনে করার সিদ্ধান্ত জানিয়েছে আারেক গেইম নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড।
দুটি গেইম জায়ান্টই নিজ নিজ কার্যালয় বন্ধ ঘোষণা করছে এবং কর্মীদের বাসা থেকে কাজ করার আহবান জানিয়েছে।
এর আগে নিজেদের সিউল, মিলান এবং অন্যান্য কয়েকটি স্থানের কার্যালয় সুরক্ষার কারণে বন্ধ রাখার ঘোষণা জানিয়েছিল ইএ। কিন্তু এখন নিজেদের উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার সব কর্মীদেরই বাসা থেকে কাজ করার ব্যাপারে জোরালোভাবে বলছে প্রতিষ্ঠানটি।
এদিকে, নিজেদের আরভিন এবং অস্টিন কার্যালয় বন্ধ রেখেছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড। কর্মীদেরকে বাসা থেকে কাজ করানোর নীতি হাতে নিয়েছে এ প্রতিষ্ঠানটিও।