১৫ এপ্রিল লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮প্রো। আপাতত ওয়ানপ্লাস ৮ সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও কয়েক মাস পরে বাজারে আসবে ওয়ানপ্লাস ৮ লাইট। কভিড-১৯অতিমারির কারণে লাইট ভার্সন লঞ্চ পিছিয়ে দিয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৮ লাইট এ থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট।
সম্প্রতি ম্যাক্স জে নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একটি ফোনের সামনে ‘১৫ এপ্রিল’ লেখা দেখা গিয়েছে। এর পরেই ওয়ানপ্লাস ৮ সিরিজ লঞ্চ ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। পরে উইন ফিউচার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এক অনলাইন ইভেন্ট থেকে লঞ্চ হবে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮প্রো। যদিও কয়েক মাস পরে লঞ্চ হবে ওয়ানপ্লাস ৮ লাইট।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের জন্য মার্চ থেকে পিছনে এপ্রিলে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ৮ সিরিজ।
এপ্রিলের মাঝামাঝি লঞ্চ হলেও কবে এই ফোনগুলি বিক্রি শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এপ্রিলে দুটি ফোন লঞ্চের পর জুলাইতে বাজারে আসতে পারে ওয়ানপ্লাস ৮ লাইট। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ চিপসেট থাকতে পারে। অন্যদিকে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮প্রো তে থাকতে পারে
স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট।