নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বেশির ভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সভা-সমাবেশ বাতিল করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়েই চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে সংক্রমণ এড়াতে স্টেকহোল্ডারদের জন্য প্রথমবারের মতো ইলেট্রনিকস ভোটিং ব্যবস্থা চালু করা হবে। খবর রয়টার্স।
আগে থেকেই ১৮ মার্চ স্যামসাংয়ের এজিএমের দিনক্ষণ নির্ধারণ করা ছিল। তবে চীনের বাইরে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। কেননা চীনের বাইরে যেসব দেশে সবচেয়ে বেশি প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে, তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম।