অনলাইনে বিক্রি শুরুর ৯০ সেকেন্ডর মধ্যেই স্টক ফুরিয়ে গেছে শাওমি নোট ৯ প্রো ফোনের। গেল সপ্তাহে চীনের অ্যাপল খ্যাত শাওমি ডিভাইসটি উন্মোচন করেছিল।
মঙ্গলবার ভারতের বাজারে এমআই অনলাইন স্টোরে ডিভাইসটি বিক্রি শুরু হয়। এরপর মাত্র ৯০ সেকেন্ডর মধ্যেই বিক্রি হয়ে যায় ডিভাইসটির প্রথম লটের সব ইউনিট। তবে ফোনটির কত ইউনিট বিক্রি হয়েছে সেই সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
শাওমির ম্যানেজিং ডিরেক্টর ও ভিপি মনু কুমার জৈন দাবি করেছেন, রেডমি নোট মডেলগুলির পূর্ববর্তী সংস্করণগুলির মতো, নোট৯ প্রোটি ৯০ সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে গেছে ।
রেডমি নোট ৯ ফোনে ৪ জিবি আর ৬ জিবি র্যাম রয়েছে। আছে ৬৪ জিবি আর ১২৮ জিবি স্টোরেজ স্পেস। ৬.৬৭ ইঞ্চির এফএইচডি+এলসিডি ডিসপ্লে। এছাড়া থাকছে গোরিলা গ্লাস ৫-এর প্রটেকশন। এই ফোন পাওয়া যাচ্ছে অরোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট আর ইন্টারস্টেলার ব্ল্যাক রঙে। থাকছে ৫০২০ এমএএইচ ব্যাটারি, রেডমি নোট সিরিজে এটাই এখনও পর্যন্ত সব থেকে শক্তিশালী ব্যাটারি।