করোনা ভাইরাসে সতর্কতামূলক পদক্ষেপে গ্রামীণফোন, বাংলালিংক ও রবি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে তিন অপারেটর।
সোমবার (১৬ মার্চ) গ্রামীণফোন, বাংলালিংক ও রবি অপারেটর এ নির্দেশনা জারি করেছে।
গ্রামীণফোন ও রবি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং বাংলালিংক ২ সপ্তাহ পর্যন্ত কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, অনেক আগে থেকেই রবি কর্মীদের সুবিধার জন্য ‘হোম অফিস’ সুবিধা দিয়ে আসছে। আর বর্তমানে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের আরও বেশি করে এ সুবিধা গ্রহণে উৎসাহ প্রদান করা হচ্ছে।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, করোনা সতর্কতায় গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। কিন্তু যেসব ক্ষেত্রে কর্মীদের সরাসরি জরুরি সেবা দিতে হবে সেসব ক্ষেত্রে বিশেষভাবে কাজ করবেন কর্মীরা। যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সেবা প্রদান করতে বলা হয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তৈমুর রহমান জানান, বাংলালিংক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেয়। করোনা ভাইরাস ইস্যুতে ২ সপ্তাহ পর্যন্ত কর্মীদের হোম অফিস করতে বলা হয়েছে।
যদিও নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কাজ করে যাবেন। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেখানে।