শাওমি তাদের সাব-ব্র্যান্ড পোকোর নতুন স্মার্টফোনপোকো এফ২ এর টিজার লঞ্চ করলো। এই টিজারের মাধ্যমে জানা যাচ্ছে এই ডিভাইসটি হতে চলেছে এখনো পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে সস্তা স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট যুক্ত স্মার্টফোন।
এতে আপনারা নচ-লেস ডিসপ্লে এবং পপ-আপ ক্যামেরা দেখতে পাবেন। সোনির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত ব্যাটারি থাকছে। এটি একটি ৫জি কানেকটিভিটি যুক্ত স্মার্টফোনও বটে।
এখনো অবধি এই টিজারে স্মার্টফোনটি লঞ্চের তারিখের ব্যাপারে কোন উল্লেখ করা হয়নি তবে মনে করা হচ্ছে আগামী এপ্রিল মাসে এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। তবে হাই-এন্ড স্পেসিফিকেশনের কারণে পোকো এফ১ এর উত্তরসূরী এই স্মার্টফোনটির দাম একটু বেশি হবে।