করোনাভাইরাস ইনফরমেশন হাব নামের একটি বিশেষ ওয়েবসাইট নিয়ে এল হোয়াটসঅ্যাপ । হো, ইউনিসেফ ও ইউএনডিপি -র সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ শুরু করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সময় কীভাবে আরও উপযোগী উপায়ে এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা সম্ভব সেই বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ । এছাড়াও সংকটের সময়ে ভুয়ো খবর প্রচার রুখতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭.৪৪ কোটি টাকা) খরচ করছে কোম্পানি।
হোয়াটসঅ্যাপ করোনাভাইরাস ইনফরমেশন হাব থেকে স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সামাজিক নেতা ও বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন, স্থানীয় সরকার ও ব্যবসায়ীরা এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে কীভাবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব তা বিস্তারে জানানো হয়েছে।