ইউরোপে ৩০ দিনের জন্য সম্প্রচার গতি ও মান কমিয়ে দিয়েছে নেটফ্লিক্স। ইউরোপিয় কমিশনার থিয়েরি ব্রেটনের আহ্বানে এই উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষ অনলাইন বিনোদন প্লাটফর্মটি।
মার্কিন এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “কমিশনার থিয়েরি ব্রেটন এবং রিড হেসটিংসের (নেটফ্লিক্স প্রধান) মধ্যে আলোচনার পর এবং করোনাভাইরাসের অস্বাভাবিক চ্যালেঞ্জ বিবেচনা করে, ইউরোপে ৩০ দিনের জন্য ভিডিও মান কমানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।”
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বলা হয়েছে, ছবির মান কমিয়ে আনলে ডেটা খরচ ২৫ শতাংশ কমতে পারে। তবে এরপরও গ্রাহক ভালো মানের ছবি দেখতে পারবেন।
প্রসঙ্গত, সম্প্রতি অভ্যন্তরীণ বাজারের ইউরোপিয়ান কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, “যখন এইচডি দরকার নেই তখন গ্রাহকের উচিত স্ট্যান্ডার্ড ডেফিনিশনে ভিডিও দেখা।”