অ্যামাজন প্রধান জেফ বেজোসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সসহ মোট চার মার্কিন সিনেটর। প্রতিষ্ঠানটির বিশাল সব ওয়্যারহাউজের কর্মীদেরকে করোনাভাইরাস থেকে কীভাবে নিরাপদ রাখা হচ্ছে তা ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে বেজোসের কাছে।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত অ্যামাজন কার্যালয়ের কর্মী। সংক্রমণ রোধে আরও কিছু করা উচিত অ্যামাজনের এমন অভিযোগই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর কাছে জানিয়েছেন অসংখ্য অ্যামাজন কর্মী। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।
আটিলান্টিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, “চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অ্যামাজনকে, অনেক কর্মীই মনে করছেন, তাদেরকে ওয়্যারহাউজে কাজ করিয়ে অন্যায়ভাবে ঝুঁকিতে ফেলা হচ্ছে। যেসব কর্মীরা আমেরিকানদের পণ্য বাছাই, মোড়ক এবং রপ্তানি করার কাজে নিয়োজিত, তারা দলে দলে অসুস্থ হতে থাকলে অবস্থা কী দাঁড়াবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।”
শুক্রবার বেজোসকে পাঠানো চিঠিতে মার্কিন সিনেটর কোরি বুকার, বব মেন্ডেজ, বার্নি স্যান্ডার্স এবং শেরোড ব্রাউন বলেছেন, “অ্যামাজন নিজ কর্মীদের নিরাপদে রাখতে ব্যর্থ হলে শুধু যে কর্মীরা ঝুঁকিতে পড়ছে তা নয়, পুরো দেশ ঝুঁকিতে পড়ছে।”
চিঠির উত্তর দিতে বেজোস-কে মার্চের ২৬ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সিনেটররা। এদিকে, অ্যামাজন চিঠির বিষয়বস্তুকে “শুধু ভিত্তিহীন” বলে আখ্যা দিয়েছন। “আমাদের কর্মীরা নায়কের মতো নিজ কমিউনিটির জন্য লড়ে যাচ্ছেন এবং এই সংকটময় পরিস্থিতিতে তাদের হাতে জরুরি পণ্য পৌঁছে দিতেও সহায়তা করছেন।” – প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জকে বলেছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।