বাংলাদেশের ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির বর্তমান অবস্থা বিবেচনায় অনেক চিকিৎসক বিনামূল্যে ‘অনলাইনে স্বাস্থ্য পরামর্শ’ প্রদানে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহী চিকিৎসকদের এ উদ্যোগে প্রযুক্তি সহায়তা দিচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো ডাক্তার প্রো’ (Hello Doctor Pro)।
হ্যালো ডাক্তার ডট এশিয়ার প্রতিষ্ঠাতা ফোরকান হোসেন বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। অনেক চিকিৎসক তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দিয়েছেন। এক্ষেত্রে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে সাধারণ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট রোগীদের চিকিৎসা প্রাপ্তিতে বিড়ম্বনা বাড়ছে।’
ফোরকান হোসেন আরো বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে চিকিৎসকরা শিডিউল অনুযায়ী অনলাইনে রোগীর মেডিকেল রিপোর্ট দেখা, ভিডিও কনসালটেশন, চ্যাট কনসালটেশন এবং প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন। অনলাইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে আগ্রহী চিকিৎসকরা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন।’
অনলাইনে চিকিৎসা পেতে আগ্রহীরা ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ্লিকেশন https://bit.ly/2X7NS1O লিঙ্ক থেকে ডাউনলোড করে বাড়িতে বসে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। বর্তমানে ১৫টি স্পেশালিটির প্রায় ১২৫ জন চিকিৎসক এ অ্যাপের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদান করছেন।