২০১২ সালে চালুর পর এবার বড় ধরণের প্রসারে যচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর। সেবাটির ডেভেলপার পোর্টালে প্রকাশিত একটি আর্টিকেল থেকে জানা গেছে আরও ২০টি দেশে চালু হচ্ছে সেবাটি। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি ডেভেলপারদের তাদের অ্যাকাউন্টে লগইন করে সর্বশেষ লাইসেন্স টার্মস পড়ার কথা জানিয়েছে। যেখানে ঐসব অঞ্চলেও তাদের অ্যাপ প্রকাশের বিষয় উল্লেখ রয়েছে।
ঠিক কবে থেকে নতুন দেশগুলোতে সেবাটি চালু হবে সেটি নিশ্চিত না করলেও ১০ এপ্রিলের মধ্যে সেটি হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
তালিকায় থাকা দেশগুলো হলো- আফগানিস্থান, গাবন, কোট ডি’আইভোরি, জর্জিয়া, মালদ্বীপ, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্যামেরুন, ইরাক, কসোভো, লিবিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, মোজাম্বিক, মায়ানমার, নাউরু, রুয়ান্ডা, টোঙ্গা, জাম্বিয়া এবং ভানুয়াতু।
অ্যাপল বর্তমানে ১৫৫টি দেশে বা অঞ্চলে তাদের অ্যাপ স্টোর সেবাটি দিয়ে থাকে।