করোনাভাইরাসের কারণে গোটা দেশের ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবার ২১ দিনের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফ্লিপকার্ট। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দিয়েছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। আগামী তিন সপ্তাহ অনলাইন অর্ডার ও ডেলিভারি বন্ধ থাকবে। যদিও অনলাইন ভিডিও স্ট্রিমিং, বিল পেমেন্টের মতো পরিষেবা চালিয়ে যাবে ফ্লিপকার্ট।
সম্প্রতি অ্যামাজন জানিয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের অর্ডার নেওয়া হবে। অন্য সব অর্ডার নেওয়া বাতিল করেছে অ্যামাজন। এর পরেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে ফ্লিপকার্ট ।
যত শীঘ্র সম্ভব পরিষেবা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আগামী ২১ দিনে এই পরিষেবা শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। ফ্লিপকার্ট পরিষেবা বন্ধ করলেও ডেলিভারি চালিয়ে যাবেঅ্যামাজন। যদিও শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার নিচ্ছে অ্যামাজন।
অর্ডার নেওয়া ও ডেলিভারি বন্ধ থাকলেও ফ্লিপকার্ট থেকে ফোন রিচার্জ, জলের বিল, বিদ্যুৎ বিল, ব্রডব্যান্ড বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও চালু থাকবে কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।