২০১৯ সালে জেডটিই করপোরেশনের পরিচালন রাজস্ব আয় হয়েছে ১ হাজার ২৭৮ কোটি ডলার (৯ হাজার ৭৪ কোটি ইউয়ান)। ২০১৮ সালের চেয়ে গত বছর কোম্পানিটির পরিচালন রাজস্ব বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। খবর টেলিকম লিড।
শেনঝেনভিত্তিক বহুজাতিক কোম্পানিটির গত বছর মোবাইল অপারেটরস নেটওয়ার্কস খাত থেকে আয় হয়েছে ৯৩৮ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ১৬ দশমিক ৭ শতাংশ বেশি। আর বাকি ৩৪০ কোটি ডলার আয় হয়েছে ডিভাইস ও এন্টারপ্রাইজ ব্যবসা থেকে।
গত বছর গবেষণা ও উন্নয়ন খাতে জেডটিই ব্যয় করেছে ১৭৭ কোটি ডলার, যা কোম্পানিটির মোট পরিচালন রাজস্বের ১৩ দশমিক ৮ শতাংশ। ২০১৮ সালে আয়ের ১২ দশমিক ৮ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করেছিল প্রতিষ্ঠানটি।