করোনার নিয়ে পেরেশান বিশ্ববাসী। এই মারণ ভাইরাস থেকে মুক্তির পথ খোঁজে কাজ করে যাচ্ছেন বিশ্বের বড় বড় চিকিৎসকরা। রোগ নিণর্য়ে তৈরি করা নতুন নতুন উপায়। পিছিয়ে নেই অ্যাপ তৈরি করাও।
এবার ইসরায়েলের এক প্রতিষ্ঠান তৈরি করেছে এমন এক অ্যাপ যা কণ্ঠস্বর যাচাই করে বলে দেবে সংশ্লিষ্ট ব্যক্তিটি করোনায় আক্রান্ত কি না? সম্প্রতি ইসরায়েলের ‘স্টার্ট-আপ নেশন সেন্ট্রাল’ নামের একটি সংস্থা ‘দি শিল্ড’ অ্যাপ তৈরি করেছে। ইতিমধ্যে তথ্য-প্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের উপর তারা পরীক্ষাও চালিয়েছে।
সেখানেই উঠে এসেছে এক নয়া তথ্য। গবেষণায় দেখা গিয়েছে, কোনও ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁর কণ্ঠস্বর এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে বোঝা যাবে তিনি করোনায় সংক্রামিত কি না।
প্রসঙ্গত, ইতিমধ্যে ইসরায়েলে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। স্টার্ট-আপের তরফে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের উপরও পরীক্ষা চালানো হয়েছে। গবেষণায় ওই সমস্ত রোগীদের শ্বাস-প্রশ্বাসের গতিবিধি এবং কণ্ঠস্বরের উল্লেখ্যযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। করোনা আক্রান্ত রোগীদের সমস্ত তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। যাতে পরবর্তীকালে ওই তথ্যের উপর ভিত্তি করে সহজেই বোঝা যায় যে, অন্য কোনও ব্যক্তি এই মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন কি না। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে যে কেউ তার কণ্ঠস্বর রেকর্ড করে গবেষকদের কাছে পাঠাতে পারবেন। সেটি পরীক্ষা করে গবেষকরা জানিয়ে দেবেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কি না।