এপ্রিল মাসেই নতুন বাজেট আইফোন ৯ বা আইফোন এসই ২ উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন খুচরা বিক্রেতা বেস্ট বাইয়ের সাইটে ইতোমধ্যেই ডিভাইসটির কেইস দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।
২০২০ সালের নতুন ৪.৭ ইঞ্চি আইফোনের একটি আরবান আর্মর গিয়ার কেইসের ছবি শেয়ার করেছেন বেস্ট বাইয়ের এক কর্মী। তবে, কেইসের বাক্সে ডিভাইসের কোনো নাম দেওয়া হয়নি। অন্যান্য কেইসের সঙ্গে এই কেইসগুলোও খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ম্যাক রিউমার্স।
পাশাপাশি ৫ এপ্রিল পর্যন্ত কেইসগুলো না দেখানোর জন্য কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ দিকেই বাজেট আইফোনটি উন্মোচন করতে পারে অ্যাপল।
ধারণা করা হচ্ছে, নতুন এই আইফোনটি হবে অপেক্ষাকৃত দামে সস্তা, ২০১৬ সালের আইফোন এসই-এর মতো।
অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়োর দাবি, নতুন আইফোনটিতে আইফোন ১১-এর মতো তিন গিগাবাইট র্যাম, এ১৩ সিপিইউ, ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকবে।
৪.৭ ইঞ্চি এই ডিভাইসটির বাহ্যিক নকশা হতে পারে আইফোন ৮-এর মতো।