গুগলের হোম পেজে প্রবেশ করলেই ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন করোনা বিষয়ক সচেতনতার বার্তা। ‘স্টে হোম, সেভ লাইভস’ ট্যাগলাইনের ওই ডুডলে বলা হচ্ছে, করোনা ঠেকাতে ঘরে থাকার বিকল্প নেই।
করোনভাইরাস সম্পর্কিত নানান তথ্য নিয়ে শুক্রবার বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। বিশ্বজুড়ে করোনা কীভাবে প্রভাব ফেলছে তা দেখানোর পাশাপাশি এর প্রতিরোধের উপায়ও বাতলে দেয়া হয়েছে।
করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক ডুডলটিতে কয়েকটি নির্দেশনা মানতে বলা হচ্ছে। সেগুলো হচ্ছে—বাড়িতে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাত ধুয়ে ফেলুন, হাঁচি-কাশির শিষ্টাচার মানুন, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিন। এসব নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত।
কোনো বিশেষ দিন, ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম – মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগল তাদের হোম পেজে লোগোর পরিবর্তে ব্যবহার করে শিল্পসম্মত থিম; যাকে গুগল ডুডল বলা হয়।