বাজারে এল মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট এ রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ও হেলিও পি৩৫ প্রসেসর। আপাতত ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করেছে মটোরোলা ।
মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট -এর দাম
মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইটএর দাম 169 ইউরো । আপাতত জার্মানি ও মেক্সিকোতে এই ফোন বিক্রি শুরু হবে। পরে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট।
মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইটস্পেসিফিকেশন
মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট -এ অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে হেলিও পি৩৫ প্রসেসর চিপসেট, ৪জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ।
মটোরোলা মটো জি৮ পাওয়ার লাইট এর পিছনে রয়েছে 16১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।