শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের নতুন বাজেট ফোন ইন্দোনেশিয়ায় লঞ্চ করলো। এই ফোনটির নাম রেডমি ৮ এ প্রো । এই ফোনটি কিছুদিন আগে ভারতে লঞ্চ হওয়া রেডমি ৮ এ ডুযো এর রিব্রান্ডেড ভার্সন। রেডমি ৮ এ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার এই ফোনে পাওয়া যাবে পাতলা বেজেল। এছাড়াও রেডমি ৮ এ প্রো ডুয়েল রিয়ার ক্যামেরা এবং দুটি র্যাম বিকল্পের সাথে এসেছে।
রেডমি ৮ এ প্রো : দাম ও উপলব্ধতা
রেডমি ৮ এ প্রো ফোনটি ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনের ২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭,১০০ টাকা। আবার ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম প্রায় ৭,৬০০ টাকা। ফোনটি সাদা, ধূসর ও নীল রঙে উপলব্ধ।
রেডমি ৮ এ প্রো : স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে রেডমি ৮ এ প্রো ফোনে ওয়াটার ড্রপ নচের সাথে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের ডেনসিটি ২৭০ পিপিআই। ডিসপ্লের সুরক্ষার জন্য এখানে কর্নিং গরিলা গ্লাস ৫ পাবেন। আবার ফোনটি এসেছে স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর সহ। গ্রাফিক্সের জন্য এখানে পাবেন ৫০৫ জিপিইউ। এছাড়াও এতে আছে ৩ জিবি পর্যন্ত র্যাম ও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড MIUI ১১ ইন্টারফেসের উপর চলবে। এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। যার প্রধান ক্যামেরা এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল। দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেল। ভিডিও কলিং ও সেলফির জন্য এই ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে পাবেন ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।