লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে অনেকের। এর মধ্যে আছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে হাজার হাজার মানুষের মৃত্যু ও লাখ লাখ মানুষের আক্রান্তের খবর। সবকিছু মিলিয়ে মানসিকভাবে আপনি ভালো নেই।
এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকদের জন্য এসেছে মোদি নামে একটি অনলাইন গেম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এটির নামকরণ করা হয়েছে। এই গেমের মাধ্যমে শত্রু করোনাকে মারা হবে।
আনন্দবাজার পত্রিকা জানায়, ভাগকরোনা ডট কম নামে এক ওয়েবসাইট এই ২-ডি গেম এনেছে। যেখানে স্ক্রিনের উপরের দিকে ঘুরে বেড়াবে একের পর এক ‘ভয়ংকর’ সব করোনাভাইরাস, আর নিচে দাঁড়িয়ে রয়েছেন মোদি। তার ছবিতে ক্লিক করলেই এক ফোঁটা নীল রঙের হ্যান্ড স্যানিটাইজার গিয়ে মেরে ফেলবে ভাইরাসদের।
একের পর এক ভাইরাস মারতে থাকবেন। আর আপনার পয়েন্ট বাড়তে থাকবে। পেছনে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য ক্রমাগত ‘করোনা গো… করোনা গো’ স্লোগান চলবে।
এর মধ্যে আপনি যখন কোনো করোনাভাইরাস মারতে ব্যর্থ হবেন, সঙ্গে সঙ্গে একজন কেশে উঠবে। সেই সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে কী করতে হবে, যেমন হাত ধুতে হবে, ঘরে থাকতে হবে, মুখোশ ব্যবহারের মতো বার্তা ফুটে উঠবে। তবে চিন্তা নেই ফের শুরু করতে পারবেন গেম। ফের মারতে পারবেন করোনাভাইরাস।
গেমটি বানিয়েছেন জামশেদপুরের দুই এমবিএ শিক্ষার্থী আকরাম তারিক খান ও অনুশ্রী ওয়ারাডে। লকডাউনের জন্য দু’জনে দু’টি আলাদা শহরে রয়েছেন এখন। ভিডিও চ্যাটে আলোচনা করে তারা এই গেম বানিয়েছেন বলে জানান। ১৮ মার্চ তারা এই গেম বানানোর পরিকল্পনা করেন, ২৬ মার্চ সেটি প্রকাশ্যে আসে।