চীনভিত্তিক শাওমি ফোরজি সমর্থিত মি বানি ওয়াচ ৪ নামে নতুন স্মার্ট ঘড়ি উন্মোচন করেছে। গত শুক্রবার চীনের বাজারে উন্মোচিত এ ডিভাইসে ডুয়াল ক্যামেরা ফিচার রয়েছে। অন্যান্য স্মার্ট ঘড়ি থেকে আকারে বড় ডিভাইসটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থন আনা হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
শাওমির মি বানি ওয়াচ ৪-এ ১ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ভিডিও কলের সুবিধা দিতে ডিভাইসটিতে দুটি ক্যামেরা আছে। এছাড়া কানেক্টিভিটির জন্য আছে এনএফসি, ওয়াই-ফাই, ফোরজি, স্পিকার ও মাইক্রোফোন। ৯ এপ্রিল থেকে ডিভাইসটি চীনের বাজারে বিক্রি ও সরবরাহ শুরু হবে। তবে অনলাইনে প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। বৈশ্বিক বাজারে কবে থেকে ডিভাইসটির সরবরাহ শুরু হবে তা প্রকাশ করা হয়নি।
চীনে মি বানি ওয়াচ ৪-এর দাম ধরা হয়েছে ৮৯৯ ইউয়ান। এটি দুটি রঙে বাজারে মিলবে। ডিভাইসটির মাধ্যমে অভিভাবকরা শিশুদের ট্র্যাক করার সুবিধা পাবেন।