দুই সেলফি ক্যামেরার ফোন বাজারে আনল ভিভো। মডেল ভিভো ভি ১৯। দুটি রঙ ও দুই ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। হোল পাঞ্চ ডিসপ্লের এই ফোনে রয়েছে বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট। সম্প্রতি ইন্দোনেশিয়াল লঞ্চ হয়েছে ভিভো ভি ১৯। যদিও গ্লোবাল ভেরিয়েন্টে এই ফোনে আলাদা স্পেসিফিকেশন ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই ফোনে থাকছে ৮ জিবি র্যাম। ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।
ডুয়েল সিমের ফোনটিতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে ফানটাচ ওএস টেন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১২ চিপসেট এতে ব্যবহৃত হয়েছে।
এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
বাজারে এর দাম হবে ৩০ হাজার টাকার মধ্যে।