সামনের মাসেই ১৩ ইঞ্চি মডেলের নতুন ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। নতুন এই ডিভাইসটির সাংকেতিক নাম বলা হচ্ছে জে২২৩।
জন প্রসারের দাবি, সামনের মাসেই ‘রিফ্রেশড’ ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো আনবে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যাপল পণ্যের বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করায় খ্যাতি রয়েছে তার।
বর্তমান ম্যাকবুক প্রো মডেলে এখনও বাটারফ্লাই কিবোর্ড ব্যবহার করা হচ্ছে। কিছুদিন ব্যবহারের পর কিবোর্ডের কি আটকে যাওয়া বা কি কাজ করছে না এমন অভিযোগ করেছেন অনেক গ্রাহক। ত্রুটিপূর্ণ এই কিবোর্ডগুলো সারাতে ২০১৮ সালে বিশ্বজুড়ে বিনামূল্যে সারাই প্রকল্পও শুরু করেছে অ্যাপল।
ধারণা করা হচ্ছে, আপডেটেড ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে নতুন কিবোর্ডের পাশাপাশি ১০ ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো ইনটেলের দশম প্রজন্মের আইস লেইক প্রসেসর ব্যবহার করবে অ্যাপল– খবর আইএএনএস-এর।
অন্যদিকে, গত মাসে খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছেন, ১৩ ইঞ্চি পর্দার বদলে ১৪.১ ইঞ্চি মিনি এলইডি পর্দার নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল।
কবে নাগাদ এই ম্যাকবুক প্রো বাজারে আসবে তার নির্দিষ্ট কোনো তারিখ নেই কুয়োর নোটে। এর বদলে তিনি বলেছেন, ২০২০ সালের কোনো এক সময়ে বাজারে আসবে ডিভাইসটি।