রেডমিবুক ১৪ এর রাইজেন সংস্করন অফিসিয়ালি উন্মোচন করল শাওমি। ৯ ই এপ্রিল থেকে চীনের বাজারে পাওয়া যাবে শাওমির নতুন এই ল্যাপটপটি। গত বছর (১২ সেপ্টেম্বর)২০১৯ চীনে এক অনুষ্ঠানে শাওমি প্রথম সংস্করণটি নিয়ে আসার ঘোষনা করে।
রাইজেন সংস্করনটিতে ১৪ ইঞ্চির ডিসপ্লে যার স্ক্রিন এর সাথে বডি এর অনুপাত ৮১.২ শতাংশ । রেডমিবুক ১৪ রাইজেন সংস্করনে দুই ধরনের প্রসেসর ব্যাবহার করা হয়েছে। একটি এএমডি রাইজেন ৫ ৩৫০০ ইউ এবং অন্যটি একটি এএমডি রাইজেন ৭ ৩৭০০ ইউ প্রসেসর ও ৮গিগাবাইট ও ১৬ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ রয়েছে। ডিভাইসটিতে নতুন একটি ফিচার রয়েছে। এটি হলো ক্রস-ব্র্যান্ড ফাইল ট্রান্সফার ফিচার। এই ফিচারটির মাধ্যমে ল্যাপটপ এবং স্মার্টফোনের মধ্যে অতি দ্রুত ফাইল স্থানান্তর করা যাবে। ফাইল স্থানান্তর এর ক্ষেত্রে কোন সাইজ লিমিট থাকবে না। চোখের পলকে ১০০০ টিরও বেশি ছবি এবং এইচডি ভিডিও স্থানান্তর করতে পারবে এই ফিচারটি জানায় শাওমি।