মে মাসে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ রেসোলিউশন ক্যামেরার স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। শাওমি এমআই ১০ সিরিজ ও স্যামসাং গ্যালাক্সি এস ২০ আল্ট্রা-তে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। যদিও কোন কোম্পানি ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে আনছে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।
সম্প্রতি চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ১৯২ মেগাপিক্সেল স্মার্টফোন লঞ্চের খবর সামনে এসেছে। আগামী মাসেই বাজারে আসতে পারে এই ফোন। এই প্রথম ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের খবর প্রকাশ্যে এল। যদিও গত বছরেই কোয়ালকম জানিয়েছিল লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপসেটে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট রয়েছে।
SM7250 মডেল নম্বরে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৬৮ চিপসেট। এই চিপসেটে 192 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট রয়েছে। তবে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরায় কোন এফেক্ট সহ ছবি তোলা যাবে না। অর্থাৎ ১৯২ মেগাপিক্সেল মোডে HDR মোডের মতো একাধিক ফ্রেম প্রসেস করা সম্ভব হবে না।