বাড়িতে কুকুরকে একা রেখে যারা কাজে যান, তাদের চিন্তা কমাতে নিজেদের ক্যামেরায় দারুণ কিছু ফিচার যোগ করেছে ফুরবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে তৈরি ওই ফিচার কুকুরের মনের ভাব বুঝে ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন পাঠাতে পারবে!
ফুরবোর (Furbo) ওয়েবসাইট থেকে জানা গেছে, এই ক্যামেরার মাধ্যমে দূরে বসে কুকুরের সঙ্গে ভিডিও চ্যাটও করা যাবে। পোষা প্রাণীটি ঠিক কী করতে চাচ্ছে, সেটি রিয়েল টাইমে ভাষান্তর করে বোঝাবে ক্যামেরা।
ফুরবো জানিয়েছে, সাড়ে তিন হাজারের বেশি প্রশিক্ষিত কুকুরের বিভিন্ন সময়ের স্বভাব বিশ্লেষণ করে দশ সেকেন্ডের কয়েক হাজার ভিডিও ক্লিপ রাখা হয়েছে ক্যামেরায়। ব্যবহারকারীর কুকুরের ওপর নজর রাখতে ক্যামেরাটি হালচাল ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে মালিককে সংকেত পাঠাবে।
কুকুরকে নজরে রাখতে ফুরবো অনেক আগে থেকেই ক্যামেরা বানাচ্ছে। কিন্তু এমন চমকপ্রদ ফিচার এই প্রথম যোগ করল তারা।