এলজি তাদের পরবর্তী ফোন শুধুমাত্র ব্র্যান্ড নিউ ডিজাইনে সুপরিচিত হোক এটা প্রত্যাশা করছে না, পাশাপাশি নামকেও আলোচিত হিসেবে দেখতে চাইছে। আর তাই কোম্পানিটির পরবর্তী কার্ভড-এজ প্রিমিয়াম ফোনটি ভেলভেট নামকরণ করা হয়েছে, যার আক্ষরিক অর্থ ‘স্নিগ্ধতা ও প্রিমিয়াম নমনীয়’। খবর এনগ্যাজেট।
নতুন এই নামকরণ বড় ধরণের পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকেই। কারণ দীর্ঘ সময় ধরেই এলজির মোবাইল ডিভিশন সুবিধাজনক অবস্থানে নেই।
ভেলভেটকে স্মরণীয় ডিজাইনে আনতে চাচ্ছে এলজি এরং এর মাধ্যমে কোম্পানির ভবিষৎকে উন্নীত করতে চায় তারা।
ফোনটিতে থাকছে রেইনড্রপ ক্যামেরা লেআউট, স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট এবং ফাইভজি সুবিধা।