নতুন স্টাইলিশ ফোন আনল এলজি। মডেল এলজি স্টাইল থ্রি। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আপাতত জাপানের বাজারে নতুন এই ফোন পাওয়া যাচ্ছে।
অনেকে বলছেন এলজি ভি ৪০ থিঙ্ক মডেলটির স্পেসিফিকেশন পরিবর্তন করেন নতুন নামে বাজারে এনেছে।
ফোনটির পেছনে দুটি ক্যামেরা রয়েছে। থাকছে ওলিড ফুল ভিশন ডিসপ্লে। ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনে থাকছে আইপি ৬৮ সার্টিফিকেশন।
নয়া ফোনের দাম জানায়নি এলজি। ইতিমধ্যেই জাপানের একাধিক ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
ফোনটি চলবে অ্যানড্রয়েড টেনে। রয়েছে ৬.১ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাকআপের জন্য ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া হয়েছে ডিভাইসটিতে।