২২ এপ্রিল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে মোটোরলা। করোনাভাইরাস মহামারীর কারণে ডিজিটাল ইভেন্টের মাধ্যমে নতুন এই ডিভাইসটি উন্মোচন করবে লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
সোমবার টুইট বার্তায় উন্মোচন ইভেন্টের তারিখ নিশ্চিত করেছে মোটোরলা। প্রতিষ্ঠানের নতুন এজ ব্র্যান্ডিংয়ের আওতায় দুইটি স্মার্টফোন উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ইতোমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে এজ প্লাস স্মার্টফোনটির। ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ উন্মোচনের কথা ছিলো ডিভাইসটি।
মোটোরলার জন্য বড় ইভেন্ট এটি। গত কয়েক বছর ধরেই এই অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ ফোনের বদলে মাঝারী পর্যায়ের, সাশ্রয়ী মূল্যের ডিভাইস উন্মোচন করে আসছে প্রতিষ্ঠানটি।
এক্সডিএ-ডেভেলপারস ফোরামের তথ্য থেকে ধারণা মিলছে, এজ প্লাস স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সঙ্গে ১২ গিগাবাইট র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রাখবে মোটোরলা।
নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির পেছনে মূল ১০৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেল টেলিফটো লেন্স রাখা হবে বলেও অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ব্লগ।