এই প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া ৯.৩ পিওরভিউ। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট থাকবে। শিগগিরই বাজারে আসবে এই ফোন।
নকিয়ার নতুন এই ফ্লাগশিপ ফোনে বড় ডিসপ্লে থাকার কথা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।
নকিয়া ৯ পিওরভিউ ফোনের মতোই এই মডেলেও রিয়ারে থাকছে একগুচ্ছ ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে বার্সেলোনায় সেই অনুষ্ঠান বাতিল হয়েছিল।
সম্প্রতি এক রিপোর্টে পরবর্তী নকিয়া ফ্ল্যাগশিপের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং সেন্সর অথবা ৬৪ মেগাপিক্সেলের সনির সেন্সর থাকতে পারে। এই সেন্সর দিয়েই নকিয়া ৯.৩ পিওরভিউতে ভিডিও রেকর্ড হবে।
প্রাইমারি ক্যামেরা ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ২০ মেগাপিক্সেল, একটি ২৪ মেগাপিক্সেল ও একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।