ব্যাবহারকারীর আশপাশে থাকা করোনা পরীক্ষাগারের অবস্থান প্রদর্শনের পরিকল্পনা করেছে অ্যাপল ম্যাপস। নতুন এ সুবিধা চালু হলে অ্যাপল ম্যাপসেই শহরের কোন কোন হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থকেন্দ্রে করোনা পরীক্ষা করা হয় জানা যাবে। ফলে একই স্বাস্থকেন্দ্রে ভিড় না করে দ্রুত করোনা পরীক্ষা করা সম্ভব হবে।
এরই মধ্যে বিভিন্ন দেশে করোনা পরীক্ষার কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে নাম যুক্ত করার অনুরোধ করেছে অ্যাপল। আবেদন করা তথ্যের সত্যতা নিশ্চিত করে শিগগিরই অ্যাপল ম্যাপসে করোনা পরীক্ষাগারের অবস্থান যুক্ত করা হবে।