মানুষের চোখে আছে ৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরার সমান ক্ষমতা। এই শক্তিশালী প্রাকৃতিক ক্যামেরা দিয়ে মানুষ প্রায় ১ কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায়। অবাক করা বিষয় হলো, একে অতিক্রম করে ৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা আনার পরিকল্পনা করছে স্যামসাং।
স্যামসাংয়ের হেড অব সেন্সর বিজনেস টিম ইয়োগিন পার্ক জানান, গ্যালাক্সি এস২০ আল্ট্রা ফোনে স্যামসাং দিয়েছিল ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এবার কোম্পানিটি এর ৫ গুণ বেশি শক্তিশালী ক্যামেরা সেন্সর আনতে চায়।
স্মার্টফোনে মেগাপিক্সেল বেশি দিতে হলে পিক্সেলের সংখ্যাও বাড়াতে হয়। কারণ পিক্সেলে ছোট হলে ছবির মান কমে যায়। তাই রেজুলেশনের সঙ্গে পিক্সেলের আকারের সমন্বয় করতে স্যামসাং তৈরি করছে অ্যাডভান্স পিক্সেল বাইনিং প্রযুক্তি।
স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেলের সেন্সরে ছিল ২×২ পিক্সেল বাইনিং। ১০৮ মেগাপিক্সেলের সেন্সরে ছিলো ৩×৩ পিক্সেল বাইনিং। ৬০০ মেগাপিক্সেলের আল্ট্রা হাই রেজুলেশনের ক্যামেরা সেন্সরেও একই প্রযুক্তি থাকবে। অত্যাধুনিক ক্যামেরা ফোনটির উন্মোচনের খবর এখনও জানা যায়নি।