ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন মাস্কসহ কোভিড -১৯ সংক্রমণ বিস্তার রোধে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সম্মানে এই সব নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান আজ শনিবার ঢাকায় ডাক অধিদপ্তরে সম্মেলন কক্ষে মন্ত্রীর পক্ষ থেকে এই সব সামগ্রী গ্রহণ করেন।
চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সিইও চেনজিং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫শতটি মাস্ক ১০টি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং আট পিস প্রোটেকটিভ ক্লথ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে হস্তান্তর করেন।
প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো: সাইফুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, অতিরিক্তি মহাপরিচালক হারুন উর রশিদ এবং ঢাকা সার্কেল পিএমজি সিরাজ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন।