বাজারে আসার আগেই আলোচনায় এলো রেডমি টেন এক্স। সম্প্রতি এই ফোনটির স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।
চায়না টেলিকম ওয়েবসাইটে রেডমি টেন এক্সের ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর।
সম্প্রতি টিইএনএএ সার্টিফিকেশন ওয়েবসাইটে এক অজানা রেডমি ফোন দেখা গিয়েছিল। M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই স্মার্টফোন।
সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে রেডমি টেন এক্সের নতুন তথ্য সামনে এসেছে। ওই ওয়েবসাইটে ফোনটির দাম বলা হয়েছে ১৪৯৯ ইয়েন। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ২৭ এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে শাওমি।
ফোনটিতে থাকবে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে ডিভাইসটি পাওয়া যাবে।