গরিলা গ্লাস হল কাঁচের মতো দেখতে একরকম কঠিন আবরণ যা আপনার স্মার্টফোনের টাচস্ক্রিনকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষা করে। অনেকেই হয়তো জানেন না, স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও আরও অন্যান্য ডিভাইসে এই গরিলা গ্লাস ব্যবহৃত হয়। আইটি সেক্টরেও এর ব্যবহার রয়েছে।
কী এই গোরিলা গ্লাস?
কর্নিং ইনকর্পোরেটেড নির্মিত এই গ্লাস অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি হয়। এর মূল উপাদান হল অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সিজেন। এই তিনটি পদার্থ মিশিয়ে তৈরি হয় অ্যালকালাই-অ্যালুমিনসিলিকেট। এই পদার্থই চলতি কথায় গরিলা গ্লাস।
প্রকৃতিতে এই পদার্থ পাওয়া যায় না। এটি বিশেষভাবে গবেষণাগারে তৈরি হয়। ২০০৫-এর মাঝামাঝি সময়ে গরিলা গ্লাস আবিষ্কৃত হয়। ওজনে অত্যন্ত হালকা, স্ক্রিনের উপর আঁচড় পড়তে দেয় না বলে এই গ্লাসের জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে গরিলা গ্লাসের আবরণ ছাড়া স্মার্টফোন ভাবাই যায় না। অনেকেই স্মার্টফোনে কেনার আগে দেখে নেন, তাতে গরিলা গ্লাসের আবরণ রয়েছে কি না।
২০১০ থেকে জয়যাত্রা শুরু হয় গরিলা গ্লাসের। তা বলে কিন্তু এমনটা নয়, যে গরিলা গ্লাস কখনই ভাঙবে না। আসলে গরিলা গ্লাসের বেশ কতগুলো ভাগ রয়েছে। পুরুত্বের বিচারের এমনও গরিলা গ্লাস রয়েছে যার উপরে হাতুড়ি মারলেও স্ক্রিন ভাঙবে না। গ্লাস ১, ২ ,৩ এভাবেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর গরিলা গ্লাস আরও আধুনিকতর বা আপডেটেড হয়েছে।
বর্তমানে গোরিলা গ্লাসের ফিফথ জেনারেশন বাজারে এসে গিয়েছে। প্রস্তুতকারকদের দাবি, মাটির উপর প্রায় ১.৬ মিটার উঁচু থেকে এই গরিলা গ্লাসে ঢাকা মোবাইল আছড়ে ফেললেও তার স্ক্রিন ভাঙবে না, এতটাই মজবুত সেটি।