দুই হোক বা চার চাকা, ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে বিশ্বের সর্বত্র। ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই সস্তায়, পোর্টেবল ইলেকট্রিক স্কুটার নিয়ে এল শাওমি। বর্তমানে একটা মিডরেঞ্জ স্মার্টফোনের দামেই কেনা যাবে এই ইলেকট্রিক স্কুটারটি।
সম্প্রতি প্রতিষ্ঠানটি চিনের বাজারে এনেছে শাওমি মিজিয়া স্কুটার ওয়ান এস নামের স্কুটারটি।
এটির কয়েকটি অবিশ্বাস্য ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-
১) শাওমি মিজিয়া স্কুটার ওয়ান এস -এ রয়েছে একটি ডিসি মোটর। ৩,০০০ ঘণ্টা চলবে এই মোটর।
২) ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে টানা ৩০ কিলোমিটার ছুটতে পারবে এই ইলেকট্রিক স্কুটারটি।
৩) এটি সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে।
৪) এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেক আর এবিএস।
৫) এর রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে স্কুটারের গতি আর ব্যাটারি ছাড়াও বিভিন্ন তথ্য দেখে নেওয়া যাবে।
৬) এই স্কুটার তৈরি হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করে। ফলে এটি যেমন হালকা, তেমনই মজবুত। গন্তব্যে পৌঁছে ভাঁজ করে ব্যাগেও ভরে নিতে পারবেন এটিকে। এই ইলেকট্রিক স্কুটারের ওজন ১২.৫ কিলোগ্রাম।