জুম অনলাইনের মাধ্যমে ওয়ালটনের তৈরিকৃত করোনা ভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ভেন্টিলেটরের প্রোটোটাইপের ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রম উদ্বোধন করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
আজ মঙ্গলবার দুপুর ৩ টায় জুম অনলাইনের মাধ্যমে ওয়ালটনের তৈরিকৃত ভেন্টিলেটরের উদ্বোধন করবেন তিনি।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে ভেন্টিলেটর বা শ্বাস-সহায়ক যন্ত্রের চাহিদা। বিশ্বের অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ওয়ালটন কম খরচে এবং দেশীয় প্রযুক্তিতে বাজারের সহজলভ্য কাঁচামাল দিয়ে ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে।
মঙ্গলবার ওয়ালটনের তৈরিকৃত করোনা ভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ভেন্টিলেটরের প্রোটোটাইপের ক্লিনিক্যাল ট্রায়াল কার্যক্রম শুরু হচ্ছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুম অনলাইনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ওয়ালটন নিজস্ব কারখানায় অক্সিজেন ভেন্টিলেশনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করছে। বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।
এ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর খুবই জরুরি। ওয়ালটন সব সময় দেশের মানুষের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আসছে। সে জন্য উদ্ভূত পরিস্থিতিতে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), অক্সিজেন কনসেনট্রেটর, ইউভি ডিসইনফেকট্যান্ট, সেফটি গগলস, প্রোটেকটিভ শিল্ড, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে কাজ করছে ওয়ালটন।