বেশ বড় পরিকল্পনা সম্ভবত ছিলো অ্যাপলের। আইফোনের চারটি নতুন মডেল আসবে এমন ভবিষ্যদ্বাণীও ছিল বিশ্লেষকদের দিক থেকে। শীগগীরই নতুন ফ্ল্যাগশিপ আইফোনের উৎপাদন বড় পরিসরে শুরু করার পরিকল্পনা থাকলেও তা সম্ভবত প্রায় এক মাস পেছাচ্ছে অ্যাপল।
করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহক চাহিদা কমে যাওয়ায় এবং এশিয়া জুড়ে উৎপাদন বিঘ্নিত হওয়ায় বড় পরিসরে নতুন আইফোনের উৎপাদনের পরিকল্পনা পেছানোর কারণ বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও বলছে, এ বছর নতুন চারটি আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। নতুন মডেলগুলোতে দ্রুত গতির ৫জি সংযোগ থাকবে বলেও অনুমান করছেন বিশ্লেষকরা।
উৎপাদন পেছালেও ডিভাইসগুলোর উন্মোচন পেছাবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাধারণত বছরের সেপ্টেম্বর নাগাদ নতুন ফ্ল্যাগশিপ আইফোন উন্মোচন করে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
মার্চ মাসের শেষ দিকে নিক্কেইয়ের প্রতিবেদনে দাবি ছিল, ৫জি আইফোনের উন্মোচন পেছানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
সম্প্রতি ৩৯৯ মার্কিন ডলার মূল্যের নতুন বাজেট আইফোন এসই উন্মোচন করেছে অ্যাপল।
উৎপাদন বিলম্ব নিয়ে জানতে রয়টার্স যোগাযোগ করলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।