সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো। নতুন আপডেটে বাগ ফিক্স হয়েছে। থাকছে নতুন সুরক্ষা প্যাক। আপডেটের সাইজ ২.৯২ জিবি।
সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেমের উপরে রিয়েলমি ইউআই স্কিন পৌঁছাল। ওয়ার দ্যা এয়ার আপডেটে এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে সব রিয়েলমি এক্সটু প্রোতে এই আপডেট পাঠানো হয়েছে। গত বছর অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে কালারওএস ৬.১ স্কিন সহ লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।
RMX1931EX_11.C.25 বিল্ড নম্বরে রিয়েলমি এক্স টু প্রোতে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। এপ্রিলের সুরক্ষা প্যাচ ছাড়াও এই আপডেটে রিয়েলমি এক্সটু প্রো ক্যামেরায় বাগ ফিক্স করেছে কোম্পানি। এর ফলে এইচডিআর মোডে ছবি তুলতে সুবিধা হবে।
খুব বড় কোন সমস্যা দেখা না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব রিয়েলমি এক্স টু প্রোতে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে হবে।