করোনাভাইরাসের মহামারী চলাকালীন পৃথিবীর উত্তর মেরুর আকাশে ওজোনস্তরে ১০ লাখ বর্গ কিলোমিটারের একটি বিশাল গর্ত তৈরি হয়। এটি ওজোনস্তরের সর্ববৃহৎ গর্ত বলেও জানান বিজ্ঞানীরা। তবে বায়ু মন্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্তরের ক্ষত সেরে গেছে। খবর সিএনএন।
কপারনিকাস অ্যাটমোসফিয়ার মনিটরিং সার্ভিস এই ক্ষতটি ট্র্যাকিং করছিলো। গত সপ্তাহে তারা এক টুইট বার্তায় সুখবরটি দিয়েছে। সিএএমএস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে মানুষের চলাফেরা বন্ধ হওয়ার কারণেই এই ক্ষতস্থান সেরেছে এমনটি নয়, মূলত উত্তর মেরুর শক্তিশালী পোলার ভরটেক্সের ফলে এমনটি হয়েছে।
পোলার ভরটেক্স সবসময়ই থাকে, তবে গ্রীষ্মের সময় এটি দুর্বল এবং শীতের সময় এটি শক্তিশালী হয়ে উঠে। পোলার ভরটেক্স হলো মেরু এলাকায় এমন একটি বিশাল এলাকা যেখাতে কম চাপ এবং ঠান্ডা বাতাস থাকে। তাপমাত্রা কমে যাওয়া ও অঞ্চলটির বায়ুমন্ডলে ক্লোরিন ও ব্রোমাইনের মতো বিষাক্ত রাসায়নিকের কারণে ওজোনস্তরে বিশাল গর্ত তৈরি হয়।
গ্রুপটি জানায়, কোভিড-১৯ এবং এর সম্পর্কিত লকডাউন সম্ভবত এক্ষেত্রে কিছুই করার ছিলো না। বাতাসের মান পরিবর্তন বা বায়ু দূষণ কম হওয়ার কারণে নয়, এটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পোলার ভারটেক্সের জন্য হয়েছে।
তবে এখনও ওজোনস্তরের ক্ষতের পরিমান বিশালাকার রয়েছে। প্রায় এক দশক আগে এমন শক্তিশালী কেমিক্যাল ওজোন গ্রাস হতে দেখা গিয়েছিলো।
আরেকটি সুখবর দিয়েছে সিএএমএস। তারা জানিয়েছে, ওজোন হোল আবিস্কারের পর থেকে গতবছর অ্যান্টার্কটিক ওজোন হোল সবচেয়ে ক্ষুদ্রতম ছিলো।