আগামী ৭ মে চিপসেট বাজারে নতুন ফাইভজি চিপসেট উন্মোচন করবে মিডিয়াটেক। এ উপলক্ষে সংবাদমাধ্যমে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ‘ফাইভজি অন ইনক্লুসিভ’ ট্যাগলাইন নিয়ে আসতে যাওয়া এই চিপসেট মূলত মিড-রেঞ্জের ফোনের জন্য তৈরি করা হয়েছে। খবর জিএসএম এরিনা।
ইতিমধ্যে মিড-রেঞ্জ ফাইভজি সেগমেন্টে ডাইমেনসিটি ৮০০ এবং প্রিমিয়াম ফোনের জন্য ডাইমেনসিটি ১০০০ এবং ১০০০এল রয়েছে মিডিয়াটেকের। তাহলে নতুন কি আসছে?
লিকস্টার ডিজিটাল চ্যা স্টেশন জানিয়েছে, এন্ট্রি লেভেল সেগমেন্টের জন্য থাকছে এমটি৬৮৫৩. এই চিপের বিপণন নাম এখনও অজানা, তবে ডাইমেনসিটি ৮০০ হলো এমটি৬৮৭৩ভি। এছাড়া ডাইমেনসিটি ২০০০ নিয়ে কাজ করছে মিডিয়াটেক।
যেহেতু রেডমি কে৩০আই ২৫০ ডলারের মধ্যে ফাইভজি সুবিধা আনতে চায়, তাই এই ফোনে থাকতে পারে ডাইমেনসিটি ৮০০। অপো এ৯২এস ফোনেও ৮০০ চিপ ব্যবহার করা হতে পারে। তাহলে সর্বশেষ কি আসতে যাচ্ছে তা জানতে সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে।