নতুন করোনাভাইরাস মহামারীতে যদি কোনো নাম ঘরে ঘরে উচ্চারিত হয়ে থাকে সেটি জুম। নজিরবিহীন লকডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি স্কুল এবং ব্যবসার মতো গুরুত্বপূর্ণ যোগাযোগের বেলায় অনেকটাই জীবনীশক্তি সঞ্চার করেছে। পাশাপাশি পাঁচমিশালী আড্ডা, জন্মদিনের পার্টি, বাসায় বসে ব্যায়ামের ক্লাস এমনকি বিয়ের অনুষ্ঠানেও গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হয়ে উঠেছে জুম। আর তখনই এর ওপর নজর পড়েছে বড়ভাইদের, প্রযুক্তির মোড়লদের।
গুগল আর ফেসবুক তাদের ভাণ্ডারে ভিডিও সংক্রান্ত যা কিছু আছে তাই নিয়ে এখন ঝাপিয়ে পড়েছে। এদের দুজনেরই পকেটে আছে প্রচুর পয়সা। আছে বিশাল গ্রাহকগোষ্ঠী। প্রশ্ন হচ্ছে, এই দুই ক্ষমতাধর কি পারবে সদ্য মাথা তুলে দাঁড়ানো জুমের পাতে ভাগ বসাতে? এর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিএনএন।
মনে রাখা দরকার, জুম সেবাটি প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। এখন, আচমকা এর যে উত্থান, সেটি কতোদিন বজায় থাকবে?
কয়েক সপ্তাহ আগেই ফেসবুক ‘মেসেঞ্জার রুম’ নামে নতুন একটি ভিডিও কলিং সেবার ঘোষণা দিয়েছে যেখানে ৫০ জন পর্যন্ত ব্যক্তি যতক্ষণ ইচ্ছা ভিডিও কনফারেন্স করতে পারবেন এবং এজন্য কোনও ফেসবুক অ্যাকাউন্টও লাগবে না।
অপরদিকে গুগলের ছিল অর্থের বিনিময়ে কেনা সম্ভব এমন একটি প্যাকেজ। এর অনেকগুলো সেবার একটি ছিল ভিডিও কনফারেন্সিং সেবা ‘গুগল মিট’। গুগল এখন এই মিটকে ওই প্যাকেজের বাইরে এনে বিনামূল্যের সেবার কাতারে ফেলেছে। এখন ইমেল ঠিকানা থাকলেই যে কেউ গুগল মিট-এ ১০০ জন পর্যন্ত ব্যবহারকারীর সঙ্গে যতক্ষণ খুশি ভিডিও কনফারেন্স করতে পারবেন।
যখন গুগলের মিট বিনাপয়সায় সেবা ছিল না, মেসেঞ্জার রুম ছিলই না তখন জুম-এর ৪০ জন পর্যন্ত ৫০ মিনিট ভিডিও কনফারেন্স করার সুবিধাটিই বিশাল একটি বিষয় ছিল এবং তার সঙ্গে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই স্রেফ একটি লিঙ্কে ক্লিক করে যুক্ত হওয়ার বিষয়টি জুমকে তার বিশাল জনপ্রিয়তা এনে দিয়েছে।