ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের যাবতীয় ছবি এবং ভিডিও গুগল ফটোজে রাখতে পারবেন। এজন্য ‘ফটো ট্রান্সফার টুল’ নামক বিশেষ একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক।
ফেসবুকের সেটিংস অপশনে গিয়ে এরপর ‘ইয়োর ফেসবুক ইনফরমেশন’ মেন্যুর অধীনে নতুন যুক্ত হওয়া ‘ট্রান্সফার এ কপি অব ইয়োর ফটোজ ওর ভিডিওজ’ অপশনে ক্লিক করে এ সুবিধা পাওয়া যাবে।
ডেটা ট্রান্সফার নামক একটি প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশ্যে, ফেসবুক থেকে গুগল ফটোজে ছবি ট্রান্সফারের এই সুবিধা দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই প্রজেক্টটি অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার এবং ফেসবুকের একটি যৌথ উদ্যোগ। যার লক্ষ্য হচ্ছে, তাদের ইকোসিস্টেমের মধ্যে ডেটা ট্রান্সফার ব্যবহারকারীদের জন্য আরো সহজ করা।
ফেসবুক জানিয়েছে, ছবি ও ভিডিও ট্রান্সফারের এই টুলটি আপাতত নির্দিষ্ট কিছু দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে।